গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ পরিবেশের জন্য মারাত্বক হুমকি হলেও সরকার সুপরিকল্পিতভাবে যেসব প্রকল্প গ্রহণ করেছে। তার পিছনে ক্ষমতাসীনদের ব্যক্তিস্বার্থে জড়িত বলে মন্তব্য করেছেন বাসদ কেন্দ্রীয় নেতা ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি কমরেড রফিকুল ইসলাম ইসলাম রফিক।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় বর্তমান সরকারকে হঠানোর কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক বার্ম মোর্চার সমন্বয়ক ও তৈল, গ্যাস, বিদ্যুৎ বন্দর সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব কমরেড রফিকুল ইসলাম রফিক আরো বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এমন কত প্রকল্প গ্রহণ করেছে। যে গুলো আমাদের পরিবেশকে মারাত্বক ভাবে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এর এক মাত্র উদ্দেশ্য ক্ষমতাসীনদের ব্যক্তিগত স্বার্থ যেখানে দুনীতি জড়িত রয়েছে। ক্ষমতায়টিকে থাকার ব্যাপার রয়েছে।
বুধবার এক বিবৃতিতে বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বিশিষ্ট কলাম লেখক কমরেড রফিকুল ইসলাম রফিক আরো বলেন, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রকৃতি রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, যে সরকার আমার বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। যে সরকার আমার চার পাশের পরিবেশকে আমার বসবাসের অনুপযোগী করে ফেলে, সে সরকারকে হঠানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। তিনি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় জাতীয় আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।