জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘যুবকরা আমাদের জাতির ভবিষ্যৎ, তারাই আমাদের ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে মাদকের ভযাবহ ছোবল থেকে রক্ষা করতে হবে, নতুবা জাতি মুখ থুবড়ে পড়বে’। তিনি ২ নভেম্বর সোমবার বিকেলে গাইবান্ধা শহরের প্রফেসর কলোনিতে ইউএসএস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আ.স.ম আখতারুজ্জামান ও পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহাদত হোসেন মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, সুস্থ, সুন্দর, শান্তি ও মর্যাদাপূর্ণ সমাজ নির্মাণে মাদকমুক্ত পরিবার ও সমাজ গড়ে তুলতে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের দূরে ঠেলে দিয়ে নয়, বরং তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে পুনর্বাসন করতে হবে। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করছে।
উল্লেখ্য, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রফেসর কলোনিতে ইউএসএস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেসরকারি সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থা সামাজিক উদ্যোগ হিসেবে এটি পরিচালনা করবে।