বিশ্বনবীকে অবমাননার ঘটনায় ফ্রান্স সরকারকে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ।
দেশটির সংসদ বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সদূরপ্রসারী পরিকল্পনার আওতায় পশ্চিমা দেশগুলোতে একেবার পর এক বিশ্বনবীর (সা) অবমাননা করা হচ্ছে। খবর পার্সটুডের
শনিবার ইরানের সাংসদরা এক বিবৃতিতে বলেছেন, মুসলিম বিশ্ব আরেকবার মতপ্রকাশের স্বাধীনতার নামে নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মতপ্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, শুধু মুসলমানরা নয়; বরং সকল ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবীর (সা.) অবমাননার নিন্দা জানিয়েছে। এ অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখে দেয়া না হয় তাহলে এরপর এসব নিকৃষ্ট লোক হযরত ঈসা (আ.) ও হযরত মূসা (আ.)-এর অবমাননা করতেও পিছপা হবে না।
ইরানের সংসদ সদস্যদের বিবৃতিতে ইসলাম অবমাননার এই নিকৃষ্ট কাজকে লজ্জাজনক আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে গোটা মুসলিম উম্মাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান আব্দুলআলী আলী আসকারি ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্বনবী (সা)-এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক বার্তায় ফ্রান্স সরকারের জঘন্য চরিত্র উন্মোচন করে দেয়ার জন্য গোটা মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।