গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে চার ব্যবসায়ির ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সার্বিক নির্দেশনায় ১ নভেম্বর (রোববার) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুস ছালাম এই জরিমানা আদায় করেন।
গোবিন্দগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী চার ব্যবসায়ীর নিকট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।