প্রেমের ফাঁদে ফেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোরী ধর্ষণের অভিযোগে প্রান্তিক কুমার সরকার (১৬) এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত ধর্ষক প্রান্তিক কুমার সরকার পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, প্রান্তিক কুমারের বাড়ীর পাশে ওই কিশোরীর ফুফুর বাড়ী। সম্প্রতি সেখানে বেড়াতে গেলে প্রান্তিক কুমারের সাথে ওই কিশোরীর পরিচয় হয়। পরে প্রান্তিক ওই কিশোরীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। এক পর্যায়ে গত ১০ আগস্ট রাতে ওই কিশোরীর বাড়ীতে এসে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় প্রান্তিক। তিনি আরও জানান, প্রান্তিক বৃহস্পতিবার ভোর রাতে আবারও ওই কিশোরীর বাড়ীতে আসে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা থানায় একটি মামলা দায়ের করেছেন।