ইরানের সংসদ ভবন ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর মাজারে আজ বুধবার দুইটি পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর এএফপি’র।
হামলায় কয়েকডজন লোক আহত হয়েছে।
সংসদ ভবনে কয়েকজন বন্দুকধারী লুকিয়ে থাকায় বেশ কয়েক ঘণ্টা ধরে অচলাবস্থা বজায় থাকে।
হামলা চলাকালেই আইএস-এর প্রচার সংস্থা আমাকে ভবনের ভেতরে অবস্থানরত হামলাকারীদের একটি ভিডিও প্রকাশ করা হয়।
হামলার ঘণ্টা পাঁচেক পর পুলিশ জানায় বেলা তিনটা নাগাদ সকল হামলাকারীকে খতম করে ফেলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানায়, রাজধানী তেহরানে সংসদ ভবন চত্বরে ঢুকে অন্তত চার বন্দুকধারী নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গেছে। এতে একজন নিরাপত্তা রক্ষী ও অপর একজন নিহত হয়। নিরাপত্তা বাহিনী সংসদ ঘিরে রেখেছে। সংসদে ঢোকার ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হামলাকারীরা নারীর পোশাক পরে দর্শণার্থীদের প্রবেশ পথ দিয়ে ঢুকে পড়ে।
অনেকটা একই সময়ে তেহরানে ইমাম খোমেনীর মাজারে তিন বন্দুকধারীর একটি দল হামলা করে। হামলাকারীদের নির্বিচার গুলিবর্ষণে মাজারের একজন মালী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ইরানের জরুরি সেবা সংস্থা জানায়, উভয় হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।
খোমেনীর মাজারে হামলাকারীদের মধ্যে একজন নিহত এবং একজন নিজেকে উড়িয়ে দিয়েছে। তৃতীয় হামলাকারীকে আটক করা হয়েছে।
মাজার প্রাঙ্গণ থেকে আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরকপূর্ণ পোশাক উদ্ধার করা হয়েছে। পরে একে নিষ্ক্রিয় করে দেয়ার খবরও পাওয়া গেছে।
অন্য এক খবরে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পণবন্দি উদ্ধার টিম মাজার থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে।সূত্র- বাসস