গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনকে মানবিক ও সেবামূলক কাজ সম্পৃক্ত করে প্রশংসা কুঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। বিভিন্ন সময়ের তার বিভিন্ন মানবিক কর্মকান্ডে উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই মানবিক কাজের অংশ হিসেবে ২২ অক্টোবর বৃহস্পতিবার শিবপুর ইউনিয়নের মহাদেবপুরে দুপুরে ৩ জন প্রতিবন্ধী শাহ আলম, শ্রী মাত্তন ও আউয়ালের জীবিকার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে ১টি অটোচার্জার ভ্যান, ২টি মুদি দোকান ঘর করে দিয়ে তিনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল মতিন দোকান ও চার্জার ভ্যানের চাবি তাদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী প্রমুখ।
অসহায় প্রতিবন্ধীরা জেলা প্রশাসক, ইউএনও, ভূমি অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, আমরা প্রতিবন্ধী হলেও আমরা করুনা চাই না আমরা কর্ম করে জীবন ধারণ করতে চাই। আমাদের কর্মে সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।