
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক কর্মী সমাবেশ ২৩ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কামারপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবলা।
এসময় কামারপাড়া উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।