
গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুরে ইউনিয়নের মহিপুর বাজার ডিগ্রি কলেজের ৪ তলা ভবনে ভিক্তি প্রস্তর স্থাপন করলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ সাধারণত সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদানের আহবান জানান।