গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩’শ অসহায় মানুষের মাঝে বস্ত্র উপহার হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইবান্ধা জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধনের নিজস্ব অর্থায়নে ৩’শ অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে এসব বস্ত্র উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কালে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন বলেন আমার পৈত্রিক নিবাস পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। আমার বাবা বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং পলাশবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বিএসসি একজন আদর্শ মাধ্যমিক স্কুল শিক্ষক এবং মা মোছাঃ নাছিমা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা দুই ভাই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে আত্মনিয়োগ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিভিন্ন সময় থেকে আমার এলাকায় বিভিন্ন কার্যক্রম করে আসিতেছি।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অর্থায়নে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি মানুষের এমন দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে যাব। এমন সেবা আমার পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে। উক্ত উপহার বিতরণ কালে ছাত্রনেতা আলিফ সরকার, ওসমান, শহীদ, জাহিদ, বিপুল, ফিরোজ, আসাদুল, মইনুল ইসলাম, কিরণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।