গাইবান্ধা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা শহর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মতলবুর রহমান, খান মো. সাঈদ হাসান জসিম, এসকে তাসের আলী, সিরাজুল আলম সোনা, মাসুদুল হক, শ্রমিক লীগ নেতা নুরু মন্ডল, ময়নুল ইসলাম প্রমুখ।
শহর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন তার বক্তব্যে বলেন, ১৯৬৬ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘোষিত ৬ দফাকে তৎকালিন পূর্ব বাংলার জনগণ পশ্চিমাদের এদেশ থেকে বিতাড়িত করবার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল। বাংলার সর্বস্তরের জনগণ এই ৬ দফাকে বাঙ্গালীর মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেছিল।