
মোঃ আলগীর ইসলাম,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আয়োজনে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে বিনামুল্যে টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
উপজেলার টাটকপুর দাখিল মাদ্রাসা মাঠে গতকাল সোমবার সকাল ১০টার সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইদ্রিস আলীর সভাপতিত্বে পিপিআর রোগ নির্মুলের কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইদ্রিস জানায়, পিপিআর ছাগল-ভেড়ার ভাইরাস জনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ নির্মুলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৮হাজার ৪শ ৫০টি ছাগল ও ২ হাজার ২শ ৩০টি ভেড়া-ছাগল পিপিআর টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে।
উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভ্যাটেনারী সার্জন সোয়াইবা আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,কাটলা ইউপি সদস্য ও প্যানেল
চেয়ারম্যান সিরাজুল ইসলাম,সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রাহেনা বেগম, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, কাটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই মনোহর বাদশা,ভ্যাকসিনেটর মন্ত্রি মুর্মু, এলএসপি উম্মে হাবিবা ।