
বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার কাগইল বন্দরে ১৭ অক্টোবর শনিবার ভোর ৬টায় ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাইবান্ধা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খন্দকার মোঃ জাহাঙ্গীর আলমসহ ৪ জন আহত হন।
দূর্ঘটনাস্থল থেকে খন্দকার জাহাঙ্গীর আলম জানান, গোবিন্দগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ভোর ৫টায় রওনা দেন। পথিমধ্যে বগুড়ার কাগইল বন্দরে ভোর ৬টায় আসামাত্রই বগুড়ার দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত ট্রাক জাহাঙ্গীর আলমের প্রাইভেট কারকে ধাক্কা দেন।
এতে করে জাহাঙ্গীর আলমের প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়, তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করেন। আর অল্পের জন্য বেঁচে জান প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সফর সঙ্গী ৩ জন।