
মাদক মামলায় গাইবান্ধায় সাদ্দাম হোসেন (২৭) নামে এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ দেয়া হয়। ১৪ অক্টোবর বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ কারাদন্ড দেশ দেন। দন্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন শহরের সবুজপাড়ার (সান্দার পাড়া) শহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিউকিটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৮ সালের ৪ মার্চ জেলা শহরের সবুজ পাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেন বিচারক। রায় ঘোষণার পর সাদ্দামকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।