
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ অপেক্ষা করছে। ভোটের সুযোগ পেলে দাঁত ভাঙা জবাব দেবে।
বুধবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না। তারা বুঝে গেছে তাদেরকে সরানোর জন্য ভোটের সুযোগ খুজছে জনগণ।