
গাইবান্ধায় বন্যা কবলিত এলাকায় সরকারি ও বে-সরকারি ভাবে ত্রান তৎপরতা জোরদার করা হয়েছে।রোববার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উপজেলার কুপতলা ও বল্লমঝাড় ইউনিয়ন সহ পাশ্ববর্তী এলাকায় ১ হাজার মানুষের মাঝে ত্রান প্যাকেজ বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, সুলতানো ইসলাম, মোজাম্মেল হক, কুপতলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।