সমর্থকদের উদ্দেশ্যে হোয়াইট হাউসের বারান্দা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি খুব ভালো আছি।” তিনি বলেন, “বেরিয়ে আসুন ভোট দিন এবং আমি আপনাদের ভালোবাসি।”
৯ দিন আগে করোনা আক্রান্ত হওয়ার পরেও ফের নির্বাচনী প্রচারের জন্য ট্র্যাকে ফিরলেন মার্কিন রাষ্ট্রপতি। করোনা থেকে সুস্থ হয়ে নিজের উৎসাহী সমর্থকদের জন্য শনিবার ভাষণ দেন ট্রাম্প।
ট্রাম্পের বলেন, বিতর্ক বাদ দিয়ে তিনি (জো বাইডেন) সমর্থকদের সঙ্গে র্যালি করতে পছন্দ করেন।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এদিকে সব ধরনের জনমত সমীক্ষায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন তার থেকে এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ভার্চুয়াল ডিবেট’-এ অংশ নেবেন না বলে জানিয়েছেন। ট্রাম্প গোটা বিষয়টাকে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর আশঙ্কা, দেখা যাবে আসন্ন বিতর্কে কোভিড-১৯ বিস্তারের ঝুঁকি প্রতিরোধ নিয়ে কথা হবে অথচ আলোচনার মাঝে তার মাইক্রোফোন কেটে দেওয়া হতে পারে।