নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। জানা গেছে, ১০ লাখ মার্কিন ডলারে জামিন পেয়েছেন ডেরেক চাউভিন।
স্থানীয় সময় বুধবার সকালে তাকে জামিন দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু চেপে রাখেন। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে ফ্লয়েডের।
শর্তসাপেক্ষে জামিন নেয়ায়, আগ্নেয়াস্ত্র সমর্পণ ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে বহিষ্কৃত হয়েছেন শাভিন। শভিনসহ ফ্লয়েড হত্যা অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তার সবাই বর্তমানে জামিনে মুক্ত।
ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে যায়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এ ঘটনায় বিক্ষোভ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে বিক্ষোভ চলতে থাকে।