সারাদেশে ধর্ষণ-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জ ছাত্রলীগ। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শতাধিক মোমবাতি জ্বালিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত এবং পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, শফিউল আলম হিরু ও সাকিব খান লেবু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পীরজাদা আব্দুল কাইয়ুম মণ্ডল, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলী চৌধুরী রকি ও আব্দুল কাদের, পৌর ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয়, কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অনিক, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিখন সরকার, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল রানা, ছাত্রলীগ নেতা সৈয়দ শিহাব, নিবির সরকার, আহসানুল হক জুয়েল ও অয়ন সুলতান প্রমুখ।