
গাইবান্ধায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির এক সভায় পলাশবাড়ি রোডে আনছার ভিডিপি ট্রেনিং সেন্টারে অবস্থিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারটি বন্ধ করে জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি স্থায়ী করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নবিউর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
সভায় করোনাভাইরাস সক্রমণরোধে জনসচেনতা সৃষ্টির জন্য জেলা তথ্য অফিসকে নির্দেশ দেয়া হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানানো হয়।