
দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার (০৭ অক্টোবর) গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। স্কুল-কলেজের বিপুল সংখ্যক সাধারণ ছাত্র-ছাত্রী এতে অংশ নেন। সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সকালে জেলা শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রাশেদুল ইসলাম নাইম, সৌমিক কুমার শুভ, সুরাইয়া, সৌমিক, পুলক, ইমরান, রাদ, ইশা, হিমন, মৃত্তিকা, তানভীর, হিমেল প্রমুখ। পরে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
দাবি সমূহ হচ্ছে- ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ৩০ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া তৈরি করা, পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা, দলীয় মদদে কোনো ধর্ষণকে বা কোনো অপরাধীকে আশ্রয় দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সকল নির্জন রাস্তায় সিসিটিভি স্থাপন করা, জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন ও ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা।