
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। ৫ অক্টোবর সোমবার বিশ্ব শিক্ষক দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা আড়াইটার দিকে সমিতির উপজেলা নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসানের কাছে প্রদান করেন।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা এডহক কমিটির সভাপতি শাহজাহান মিঞা, যুগ্ম সচিব বাবু অজিত কুমার, অর্থ সচিব বাবু পরেশ চন্দ্র মন্ডল, দপ্তর সচিব জাহিদুল ইসলাম জাহিদসহ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাঘাটায় আলোচনা সভা এবং স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু। আলোচনায় অংশ নেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম সাজু, যুগ্ন সম্পাদক আসাদুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান, কর্মচারী নেতা জিয়া শাহিন ও রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।