
গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সাকিব আল হাসান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। ৪ অক্টাবর রবিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. মুন্না বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সাকিব আল হাসান নামে এক যুবককে ২ হাজার ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল (ব্যাটারীসহ), ৩টি সীমকার্ড ও নগদ ৫০০ টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাকিব আল হাসান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভয়াবহ মল্লিকাবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র্যাব-১৩।