
মোঃ আলমগীর ইসলাম বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি
“মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার” এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরের হাবিবপুর মোড় থেকে মোন্নাপাড়া ব্রীজ পযর্ন্ত ৪ কিলোমিটার পাকা রাস্তার দুই পার্শে ভাঙ্গা ও গর্ত হওয়া রাস্তা নতুন করে সংস্কারের মাস ব্যাপি কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পরিমল কুমার সরকার এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।
স্থানীয় সরকার দিনাজপুর প্রকৌশলী এলজিডি অধিদপ্তর আওতায় বিরামপুর প্রকৌশলী গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণের জন্য পাকা রাস্তার দুই পার্শে ভাঙ্গা ও গর্ত হওয়া রাস্তা ইট, বালু, খোয়া, মাটি দিয়ে ভরাট করে সংস্করনের কাজ চলবে।
বিরামপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার জানায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় হাবিবপুর মোড় থেকে মোন্নাপাড়া ব্রীজ পযর্ন্ত ৪ কিলোমিটার পাকা রাস্তার উপরে ও দুই পার্শে ভাঙ্গা ও গর্ত সংস্কারের কাজ মাস ব্যাপি চলবে।