ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় পুলিশের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে দেশটির উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। পথে উত্তরপ্রদেশ পুলিশ বাধা দিলে কংগ্রেসের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এক টুইট বার্তায় পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।