ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি রাহুল গান্ধীর। তুমুল ধাক্কাধাক্কির পর আটক হয়েছে রাহুল-প্রিয়াঙ্কা।
হাথরাস পৌঁছনোর আগেই প্রিয়াঙ্কা রাহুলের পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডায় ঢুকতেই কনভয় আটকায় পুলিশ। ধ্বস্তাধস্তির সময় রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়।
উত্তরপ্রদেশের হাথরসে হেঁটেই রওনা হন প্রিয়াঙ্কা। কিন্তু, হাথরাস পর্যন্ত যেতে দেওয়া হয় না। প্রিয়াঙ্কা বলেন ‘উন্নাওয়ের ঘটনার পরও এতটুকু বদল হয়নি উত্তরপ্রদেশের।’
এদিকে গ্রেফতার প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি একা যেতে চেয়েছি। একা গেলে ১৪৪ ধারা ভঙ্গ করা হয় না।