
জাতীয় কন্যা দিবস উপলক্ষে আজ গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনে সম্মেলন “আমরা সবাই সোচ্চার “বিশ্ব হবে সমতার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহামুদা বেগমসহ জেলা পর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।