গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে মোকলেছুর রহমান (৫৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের ফাইভ স্টার মোড়ের কাশেম ‘স’ মিলের সামন থেকে তাকে আটক করা হয়। আটক মোকলেছুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মসের উদ্দিন প্রামাণিকের ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মোকলেছুর ধাপেরহাট এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা কাগজ দিয়ে মোড়ানো ২২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অবৈধ্য ভাবে গাঁজা বিক্রির অভিযোগে মোকলেছুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদুল্লাপুর থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, এসআই রেজাউল করিম পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকে এলাকার মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতার অব্যাহত রেখেছেন।