
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের শুরু করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, উপজেলা নির্বাহী অফিসার প্রষূন কুমার চক্রবর্তীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে উন্নয়ন কার্যক্রম চলছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। তিনি বলেন, বন্যা ও করোনা মোকাবেলা করে সরকার বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছে।