গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা চত্তরের মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতে নাতে শ্রী: নিপন (৪০) নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোর নিপন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের শ্রী মঙ্গলার ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার যোহরের নামাজ শেষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অন্য মুসল্লীদের নামাজে অসুবিধা না হয় সেই কারনে মসজিদের দরজা বন্ধ না করে পাঁশে দাড়িয়ে ছিলেন।এমন সময় মসজিদের ভিতর অন্য কোন মুসল্লীদের না দেখে সুযোগ বুঝে মসজিদে ডুকে পরে চোর। হঠাৎ একটা শব্দ পায় মসজিদের মুয়াজ্জিন। তিনি মসজিদের দিকে এগিয়ে গেলে তাকে সালাম দিয়ে একজন লোক তাড়াহুরা করে মসজিদের ভেতর থেকে বেড়িয়ে আসছে। সে সময় মোয়াজ্জিনের সন্দেহ হলে তাকে ধরতেই হাত থেকে টাকা ফেলে দেয় এবং হাত পা ধরতে থাকে। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে দায়িত্বে থাকা আনছার ফজল মিয়া, মোহাসিন উদ্দিন, পিসি সাইফুল ইসলাম, এপিসি মোকলেসুর রহমানকে ডাক দিলে তারা সেখানে উপস্থিত হয় এবং তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।