
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকির পর তার ছায়া নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও রমনা বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত ডিসি শহীদুল্লাহ জানান, ‘রমনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। পরে সুলতানা কামালের সঙ্গেও কথা হয়েছে। তার কোন সন্দেহের বিষয় আছে কিনা, তাও জানতে চেয়েছি। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছি।’
পুলিশ জানায়, সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে। সেখানে করণীয় ঠিক করা হয়েছে। হেফাজতের হুমকির পর ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা সুলতানা কামালের সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। তার চলাফেরার বিষয়েও বিস্তারিত তথ্য নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশনে সুপ্রিম কোর্টের সামনে থেকে মৃণাল হকের তৈরি ভাস্কর্য স্থানান্তরের বিষয়ে টকশো প্রচারিত হয়। ওই টকশোতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের বক্তব্য নিয়ে হেফাজত ইসলাম তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। তার পরিণতি তসলিমা নাসরিনের মতো হবে বলেও হুমকি দেয় তারা।সূত্র- আরটিএনএন