গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে থানা মোড়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ছাদেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কাজী সাখায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড রফিকুল ইসলাম রফিক, নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, রাজশাহী, টাঙ্গাইল, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।