মেক্সিকোর দক্ষিণ-মধ্য মোরেলস রাজ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়া এক তরুণের শোকসভায় বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছে। তবে বন্দুকধারীরা কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মোরেলসের কুয়ারনাভাকা নগরীতে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে লোকজন দুর্ঘটনায় নিহত তরুণের বাড়িতে জড়ো হয়ে শোক প্রকাশ করছিল। ওই সময়ই বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে অন্তত ৬০টি গুলি ছোড়ে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চার জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় দুই শিশুসহ ১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
গত মাসেও কুয়ারনাভাকা শহরে রাস্তায় জড়ো হয়ে পানীয় পান করার সময় একদল লোকের ওপর গুলির ঘটনায় ছয় জন নিহত হয়। যদিও ওই হামলার কারণ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ।
মেক্সিকোর অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি মোরেলস। এ বছরের শুরুতে মোরেলসের বিশপ দুঃখ করে বলেছিলেন, অঙ্গরাজ্যটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
মেক্সিকোয় ২০২০ সালের প্রথম সাত মাসে থানায় ২০ হাজার ৪৯৪টি হত্যা মামলা দায়ের হয়েছে।