গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলাটিপে হত্যা মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
সাজাপ্রাপ্ত তিন যুবক হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজার রহমান (২৩), আব্দুল মজিদের ছেলে সালজার হোসেন (২৫) ও একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মফিদুল ইসলাম (৩৫)। রায় প্রদানের সময় তাদের মধ্যে আদালতে মাহফুজার ও সালজার রহমান উপস্থিত ছিলেন। অপরজন আগে থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি রোয়াগাঁও গ্রামের মেজবাউল হকের তিন বছরের শিশুপুত্র রাফসানকে মুক্তিপণের দাবিতে অপহরণ হয়। অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে ঘরে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত শিশুর বাবা গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন।