
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ‘মানুষ যাতে তাঁর যে কোন সমস্যা নিয়ে সরাসরি পুলিশের সাথে কথা বলতে পারে আর পুলিশও যেন দ্রুত সেবা দিতে পারে সে লক্ষেই পরিচালিত হবে বিট পুলিশিংয়ের কার্যক্রম’। ৩১ আগস্ট সোমবার সকালে গাইবান্ধা পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত বিট পুলিশিং-২ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
গাইবান্ধা পৌসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন চত্বরে বিট পুলিশিং-২ পরিদর্শন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত আলোচনা সভায় প্যানেল মেয়র ও পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, এলাকাবাসির পক্ষে বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, খায়রুল আনাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, ‘পুলিশ সব সময় জনগণকে নিয়ে কাজ করে। মানুষের যে কোন বিপদে, সমস্যায় সহযোগিতা দেবার জন্য প্রস্তুত থাকে পুলিশ’। আইন-শৃঙ্খলা সুষ্ঠ রাখতেএলাকার মানুষদের সহযোগিতারও আহবান জানান তিনি। পরে পার্শ্ববর্তী পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।