গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২৬ আগস্ট রাত অনুমান সাড়ে ৩টার দিকে থানার এসআই শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম দরবস্ত ইউপির মিরাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়াড়ী হলেন, ১। জাহাঙ্গীর আলম (৩৫) পিতা-আজিজার, সাং-উত্তর সিংগা ২। রাজ্জাক (৪০) পিতা-আহম্মদ আলী ৩।জাকিরুল (৩০) পিতা-সোহরাব আলী ৪। শহিদুল (৪৫) পিতা-শুকুর উদ্দিন ৫। মোকলেছ (৫০) পিতা-এনতাজ আলী ৬। মোশারফ (৩০) পিতা-রহিম ৭। আইতুল (৫০) পিতা- মনতাজ আলী ও ৮। আঃ রাজ্জাক (৪০) পিতা-ফরহাদ আলী সকলের গ্রাম-দরবস্ত মিরুপাড়া থানা-গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদেরকে জুয়া খেলার তাস, নগদ টাকাসহ আটক করে।
পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন আসামীদেরকে মোবাইল কোর্টে প্রত্যেককে ১’শ টাকা করে জরিমানা করেন।