গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ি ইউনিয়নের বাগদা র্ফাম এলাকার ভাঙ্গা ব্রীজ থেকে ২৫ শে আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও এ এসআই মুসফিকুর রহমানসহ একটি টীম ইজিবাইকে ফেন্সিডিল নিয়ে আসার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানাধীন কাঁটাবাড়ী ইউপির বাগদা ইক্ষু ফার্ম গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের উপর অবস্থান নিয়ে একটি ইজি অটোবাইককে দাঁড়ানোর জন্য সংকেত দিলে আসামী মাসুদ মিয়া (৩২) পিতা-মোঃ সাখাওয়াত হোসেন, সাং-আহম্মেদ নগর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর ইজিবাইকটি ফেলে রেখে দৌড়ে ফার্মের মধ্যে দিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে পথচারীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইজিবাইকটি আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদি হাসান বলেন, আমাদের এ মাদক বিরোধী অভিজান অব্যাহত থাকবে। পলাতক আসামী মাসুদের বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা দিনাজপুর আদালতে বিচারাধীন আছে। এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।