গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাসেল নামে এক নির্মাণ শ্রমিকের সাইকেল চুরি যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ফলে রাসেল নতুন সাইকেল পেয়েছে এবং চোরকেও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যেগে রাসেলকে নতুন সাইকেল কিনে দেওয়া হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় রাসেলের হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট নির্মাণ শ্রমিক রাসেল
গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়ার (হাসপাতাল মোড়) এলাকায় অবস্থিত সিটি ডেন্টাল কেয়ারের পাশে রেখে ঐ বিল্ডিং পাঁচতলায় রাজমিস্ত্রীর কাজ করতে গেলে রাসেলের সাইকেলটি চুরি হয়ে যায়।
এরপর সাইকেলটি উদ্ধারে সাংবাদিকদের দ্বারস্থ হয় রাসেল। অতপর ২১ আগস্ট “রাসেলের রাজমিস্ত্রীর কাজে জমানো পয়সায় কেনা সাইকেলটি চুরি করলো চোর” শিরোনামে গাইবান্ধার বিভিন্ন সাংবাদিকবৃন্দের ফেসবুক আইডির মাধ্যমে সাইকেল চুরি যাওয়ার ভিডিও ফুটেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ফলে বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের দৃষ্টিগোচর হলে তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে রাসেলকে একটি সাইকেল কিনে দেওয়ার ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী সোমবার রাসেলের হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক রাসেল গত ২২ আগস্ট গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছে। অভিযোগ পেয়ে থানা পুলিশ চোরকে খুঁজে বের করতে তৎপর রয়েছে।
রাসেল গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আব্দুল মজিদ সরকারের পুত্র। সে নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন বাড়ী-ঘর নির্মাণে কাজ করেন।