
বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদুল ইসলাম মিজুকে (৩৮) ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার বিকালে বৃন্দাবনপাড়া থেকে দুই বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমদাদ হোসেন।
গ্রেপ্তার মিজু শহরতলীর মাটিডালি এলাকার জাসদ (ইনু) নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদের স্কুলপড়ুয়া ছেলে হত্যা মামলার প্রধান আসামি মাহবুব হামিদ তারার ছেলে।
ওসি এমদাদ হোসেন জানান, মিজুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।