
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধায় বন্যা দুর্গত অসহায় দু:স্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কোমনরই মিয়াপাড়া বাঁধে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ’ দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। পরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর, ভাষারপাড়া ও চর রসুলপুর গ্রামের ক্ষতিগ্রস্থ আরও ৬শ’ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।
বানভাসিদের এ খাদ্য সহায়তা প্রদানকালে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতা নাসিরুল করিম নাপা, নাজমুল হাসান লিটন, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোশাররফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।