ভারতের গুজরাতে এক কোভিড-১৯ হাসপাতালে আগুন লেগে অন্তত আট জন করোনাইরাস রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন নারী।
আহমেদাবাদের দমকল বিভাগের কর্মকর্তা রাজেশ ভাট বিবিসিকে জানিয়েছেন যে, শহরের নবরঙ্গপুরা এলাকায় অবস্থিত শ্রেয় হাসপাতালে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে।
তাদের প্রাথমিক ধারণা যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়, কিন্তু ওই সময়ের মধ্যেই আট জনের মৃত্যু হয়।
মি. ভাট এও জানান যে ওই হাসপাতাল থেকে ৪০ জন করোনা রোগীকে অন্য একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রনে আনার পরে দমকল বিভাগের যেসব কর্মী সেখানে ছিলেন, তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কারা এই ঘটনার জন্য দায়ী, তাদের তিন দিনের মধ্যে খুঁজে বের করার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র- বিবিসি