
রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি এর বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী সাজেদুর রহমান মমিনুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট (পোড়াগ্রাম) এলাকায় গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার বর্মণ, নিহতের বাবা আমিনুল ইসলাম, দাদা ফজলুর রহমান মাস্টার, মামা শাহ জালাল, মা শিরিনা বেগম, ভাই সোহেল রানা, ডালেস মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২২এপ্রিল সাজেদুর রহমান মমিনুলকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করে ঘাতক চাচা মজিদুল ইসলাম, মফিদুল ইসলাম ও চাচাতো ভাই আব্দুল মতিনসহ তাদের লোকজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই সাজেদুর রহমান মমিনুল মারা যান। এ ঘটনায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। উল্টো বাদী ও তার পরিবারের লোকজনকে প্রকাশ্যে হুমকী দিয়ে আসছে আসামীরা।