
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পানিতে ডুবে ইমন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত্যু ইমন মিয়া সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্লাকুড়া (পাতিল্লাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালের পশ্চিম পাশে) গ্রামের শফিউল ইসলাম শফি মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে দিকে বাড়ির উঠানে খেলছিল ইমন। কিছুক্ষণপর ইমনকে কে উঠানে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে ইমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম।