
গাইবান্ধার জেলা পুলিশ লাইন্সে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক জিমনেশিয়াম এবং পুলিশ সুপার অফিসে ওয়াকওয়ে, মাল্টপারপাস গ্রাউন্ড ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। ২৭ জুলাই সোমবার সকালে নামফলক উন্মোচন, ফিতাকাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে গাইবান্ধা পুলিশ লাইন্স ও এসপি অফিস প্রাঙ্গণে এসব দৃষ্টিনন্দন কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার মঃ আবদুল আউয়াল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ডিআইও-১ ডিবি অফিসার ইনচার্জ, ট্রাফিক পরিদর্শক টিআই-নুর আলম সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাননীয় পুলিশ সুপারের আন্তরিক প্রচেষ্টা ও নিজস্ব উদ্যোগে এই কাজগুলি সম্পন্ন হয়েছে বলে জেলা পুলিশ কর্মকতা জানান।