
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় ধিক্কার দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মানুষের চিকিৎসা নিয়ে ব্যবসার সাথে জড়িত শাহেদ-সাবরিনাগংদের পৃষ্ঠপোষক স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ এবং এর সাথে জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ২৬ জুলাই রবিবার সকালে জেলা শহরের ডিবি রোডে বিক্ষোভ সমাবেশে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তুলিকা দাহ করে।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, বাকবিশিস জেলা সাধারণ সম্পাদক তপন কুমার বর্মন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রদীপ বর্মণ, যুব ইউনিয়ন জেলা নেতা রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি লুটপাটের সাথে জড়িত মূল হোতাদের আড়ালে রেখে শুধু শাহেদ সাবরিনাদের গ্রেফতার করে সরকার জনগণের আইওয়াশ করছে। তারা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণের দাবি জানান এবং শাহেদ সাবরিনার গডফাদারদের গ্রেফতারের দাবি জানান। সেইসাথে বক্তারা করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও জোড় দাবি করেন।