
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আনারুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছে। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী অটোরিক্সা চালককে আটক করে এবং পুলিশে সোর্পদ্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জুলাই বিকাল অনুমান ৩ ঘটিকার সময় মাদারহাট থেকে ঠুটিয়াপাকুরের উদ্দেশ্যে আসার পথিমধ্যে আনারুল ইসলাম কুঞ্জমহিপুর গ্রামে অটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় এলাকাবাসী অটোরিক্সা চালককে আটক করে পুলিশ কে খবর দেয়। আটককৃত অটোরিক্সা চালক শুকুর আলী সাদুল্যাপুরের ৭নং ইদিলপুর ইউনিয়নের যোগীবাড়ী গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে বলে জানা গেছে। নিহত আনারুল ইসলাম তিন সন্তানের জনক ও পেশায় একজন কাঠমিস্ত্রী।
সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।