চীন-সীমান্তের কাছে ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন হয়ে এক মাসও হয়নি। এরমধ্যেই অাসামের ঢোলা-সাদিয়া সেতু বা ভূপেন হাজারিকা সেতু ঘিরে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কার কথা স্বীকার করেছে অাসাম পুলিশও।
অাসাম পুলিশের অতিরিক্ত জেনারেল (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য জানিয়েছেন, ‘সম্প্রতি গোয়েন্দা সূত্রে আমরা হামলার খবর পেয়েছি। আন্তঃরাজ্য ব্রিজ হওয়ায় এর গুরুত্ব অনেক।’
তিনি আরো জানিয়েছেন, হামলার আশঙ্কার পর থেকে দীর্ঘতম সেতুর নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে। যদিও হামলার আশঙ্কা সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ঢোলা-সাদিয়া সেতুর কারণে অাসাম ও অরুণাচলের মধ্যে দূরত্ব ১৬৫ কিলোমিটার কমে গেছে। ৯.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি অাসামের রাজধানী দিজপুর থেকে ৫৪০ কিলোমিটার দূরে। আরো গুরুত্বপূর্ণ চীন সীমান্ত থেকে আকাশপথে এর দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।
গত ২৬ মে ভূপেন হাজারিকা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ২৮ মে চীনা মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘অরুণাচল প্রদেশে’ কোনো রকম ‘পরিকাঠামো’ তৈরির আগে ভারত যেন ‘সতর্ক’ থাকে।
ভূমিকম্প বা সমজাতীয় কম্পন থেকে সেতুকে বাঁচিয়ে রাখতে ১৮২টি পিলার ব্যবহার করা হয়েছে। একটি মিলিটারি ব্যাটল ট্যাঙ্ক এই সেতুর উপর দিয়ে চলতে পারবে। স্বাভাবিকভাবেই এমন গুরুত্বপূর্ণ সেতুকে নিশানা করতে চাইবে শত্রু শিবির।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া