
দেশের এই করনা ভয়াবহ পরিস্থিতি সেইসাথে গাইবান্ধায় বন্যা। দিন দিন বেড়েই চলেছে বন্যার্তদের আহাজারি। বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির ভিটেমাটি বন্যার পানির নিচে ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় নিয়েছে বন্যানিয়ন্ত্রণ রক্ষা বাঁধে! সেই সাথে রয়েছে আতঙ্ক। বন্যার্তদের অভিযোগের যেন শেষ নেই। বিশুদ্ধ পানি, গো-খাদ্য, শিশু খাদ্যসহ সকল সংকটের মধ্য দিয়ে চলছে তাদের মানবেতর জীবনযাপন। অপরদিকে বন্যার পানিও যেন ক্রমেই রূপ ধারণ করছে ভয়ানক।
বন্যার পানির নিচে বসবাসরত ঘরবাড়িসহ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হাট, বাজার, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং রাস্তাগুলো। খাদ্য সংকটে যখন দিশেহারা হয়ে পড়েছে বন্যা এলাকার অসহায় মানুষগুলো ঠিক সেই সময় মানবতার হাত বাড়ালেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল মতিন। ১৭ জুলাই (শুক্রবার) সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবদুল মতিন সাঘাটা উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন, বন্যাদুর্গত লোকদের সাথে কথা বলেন এবং সাঘাটা পলিটেকনিক ও বিএম ইনস্টিটিউটে ঘুড়িদহ, হলদিয়া ও বন্যায় আশ্রিত বানভাসি লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী), হাইজিন কিডস ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেন।