গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শনিবার সন্ধ্যায় হঠাৎ করে পশ্চিম দিকে থেকে প্রচন্ড বেগে আসা কালবৈশাখী ঝড়ে আঘাত হানে। এতে ঘোড়াঘাট সড়কের কাটা নামক স্থানে শত বছরের পুরাতন পাকুরের গাছসহ কমপক্ষে অর্ধশতাধিক গাছ ভেঙ্গে সড়কের উপরে যাওয়ার কারণে ওই রাস্তা দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টা পর্যন্ত জনসাধারণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাছ সরানোর কাজ করছেন। এসময় সড়কের দু’পার্শ্বে শতশত যানবাহন আটকে পড়েছে। আর কোন কোন গাড়ী ঘোড়াঘাট হয়ে পলাশবাড়ী দিয়ে চলাচল করছে। গাছ গুলো সরানোর ৪/৫ ঘন্টা লাগবে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে গোটা উপজেলায় বিদ্যুৎ লাই বিচ্ছিন্ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত গাছ সরানোর কাছ কাজ চলছে বলে জানা যায়।