রাশিয়ার সাইবেরিয়ায় ভয়বহ দাবানলে পুড়ে গেছে প্রায় সাড়ে ৩ লাখ হেক্টর বন।
ভয়াবহ আগুনে পুড়ে সাফ হচ্ছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকার গাছপালা। এ অবস্থায় জঙ্গল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন রাশিয়ার অগ্নিনির্বাপক কর্মীরা। খবর এএফপির
এরই মধ্যে আগুনে গ্রাস করেছে অন্তত তিন লাখ ৩৩ হাজার হেক্টর বন। হেলিপপ্টারে আগুন নেভানোর কাজে নেমেছেন দমকল বাহিনীর ১৬৪ কর্মী।
এ ছাড়া স্থলভাগে আরও কাজ করছে তিনটি ইউনিট। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, সাইবেরিয়া জঙ্গলে ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর মধ্যে বেশ কিছু নেভানো হয়েছে, তবে বেশ কিছু এলাকার আগুন প্রচণ্ড দুর্গম হওয়ার কারণে কয়েকটি স্থানে নেভানো সম্ভব হচ্ছে না।
জুন মাসের মাঝামঝি সময় থেকে উত্তর সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় এবার নজিরবিহীন উষ্ণতা দেখা দিয়েছে।